ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভুরুঙ্গামারীতে গতকাল বুধবার থেকে মুক্তিযোদ্ধা যাচাইবাছাই শুরু হয়েছে।
জানাগেছে, ভুরুঙ্গামারী উপজেলা থেকে অনলাইনের মাধ্যমে ৪৪৯ ব্যক্তি মুক্তিযোদ্ধা হবার জন্য আবেদন করে। এর আগে ১৮ ফেব্রুয়ারী তালিকাভুক্ত ২২৬ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র যাচাই করে এই তদন্ত কমিটি। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মুছুল্লী ও আব্দুর রহমান তালিকা ভুক্ত ২২৬ মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবী করে তদন্তের লিখিত অভিযোগ করে। গতকাল বুধবার ১০১মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ও কাগজপত্র যাচাই করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের কক্ষে এসময় উপস্থিত ছিলেন, বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসাংগঠনিক সম্পাদক ওসমান গণি,সদস্য জেলা কমান্ডার সিরাজুল ইসলাম , আলমগীর মন্ডল, জাফর আলী, ইসলামুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহি অফিসার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি জানান, যাচাইবাছাই শান্তি পূর্ণভাবে চলছে। আমরা আশাকরছি প্রকৃত মুক্তিযোদ্ধা বাদ পড়বেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন