ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে রাতের আধারে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুুর্বৃত্তরা হামলা করার সময় এলাকাবাসী আটক ২ জনকে দুজনকে গণধোলাই দিয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া (সোনাহাট কলেজ মোড়) গ্রামে। জানাগেছে শনিবার রাত ১০ টার সময় উপজেলার পাইকেরছড়া ব্রীজপাড় গ্রামের আব্দুল কাদের মিস্ত্রীর পুত্র মোঃ সাইফুর রহমান(৪০),পাইকডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস(৩০),তিলাই গ্রামের সাবেক ইউপি সদস্য মক্কা মিয়ার পুত্র আপেল মাহমুদ(২৬) ও গছিডাঙ্গা কুড়ার পাড় গ্রামের মৃত নুরুল হক ভান্ডারীর পুত্র রোজেন মিয়া(২৫) সহ ৭/৮ জন মৃত মুক্তিযোদ্ধা শামসুল হকের বাড়িতে অতর্কিত প্রবেশ করে তার স্ত্রী ফাতেমা বেওয়া ও পুত্রবধু রেশমা পারভীনকে শ্লীলতাহানীর চেষ্ঠা করে এবং ঘরের আসবাব পত্র ভাংচুর করতে থাকে। এ সময় তারা বাড়ির গেট আটকিয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়েে এসে দৌড়ে পালানোর সময় উক্ত সাইফুর রহমান ও কুদ্দুসকে গণধোলাই দিয়ে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পরে গণধোলাইয়ের শিকার সাইফুর ও কুদ্দুসকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী জানায় সাইফুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলা,মাদক সহ কয়েকটি মামলা রয়েছে। উল্লেখ্য প্রায় ১ মাস পুর্বে মুক্তিযোদ্ধার পুত্র ফরিদুল ইসলামের নিকট ২ হাজার টাকা চঁাদা দাবী করেছিল। টাকা না দেয়ার কারনেই বাড়িতে হামলা করে থাকতে পারে বলে অনেকে মন্তব্য করেছে। এদিকে রাতেই মুক্তিযোদ্ধার স্ত্রী ফাতেমা বেগম থানায় অভিযোগ দিয়েছে বলে জানায়। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, এখনও থানায় কোন মামলা দায়ের করা হয়নি। ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শওকত আলী জানান,বিষয়টি তদন্ত চলছে,ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার মামলা দায়ের করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।