স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ আব্দুল জলিল সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান (অ:দা:) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সাংবাদিক এ এস খোকন, এমদাদুল হক মন্টু সহ প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান (অ:দা:) বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাত একটি সম্ভবনাময় খাত। বর্ধিত জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন বৈদেশিক মুদ্রা অর্জন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত তাৎপর্যপূর্ন অবদান রেখে চলছে। এ উপজেলায় প্রদর্শনী মৎস্য খামার রয়েছে ১২টি এবং প্রতি শতকে মাছের উৎপাদন হচ্ছে ১৫ কেজি।