স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ভুরুঙ্গামারী উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে জীবানু নাশক স্প্রে ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বাসটার্মিনালে এই জীবানু নাশক স্প্রে ছিটানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান,উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,যুবলীগের আলহাজ মঈন উদ্দিন খোকন,ঠিকাদার বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভাপতি আব্দুর রাজ্জাক জানান,করোনায় কর্মহীন হয়ে পড়া ১৫০ জন হতদরিদ্র শ্রমিকদের জরুরী খাদ্য সহায়তা দেয়া হয়েছে। করোনা নির্মুল না হওয়া পর্যন্ত তাদের জীবানু নাশক স্প্রে ছিটানো কার্যক্রম অব্যাহত রাখা হবে।