এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য সমস্যা ও কোভিট-১৯ টিকাদান সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) দুপুরে সিভিল সার্জন অফিস কুড়িগ্রামের আয়োজনে ইউনিসেফের সহযোগিতায় ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসার সুপার গোলাম মোস্তফার সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজার রহমান।
উপস্থিত ছিলেন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, ভুরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) গোলাম সরওয়ার রাঙ্গা, শিক্ষক আলক্তগীন সরকার খোকন, হাবিবুর রহমান, ফেরদৌসী খাতুন সহ সিভিল সার্জন অফিসের ২জন ভলানটিয়ার।
এ সময় সিভিল সার্জন অফিস কুড়িগ্রামের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্যাড ব্যাংক প্রদান করা হয়।