স্টাফ রিপোর্টার, ভুরুঙ্গামারীঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিশু ছাত্রী ধর্ষনের ৩ মাস পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে অভিযোগ উঠেছে, ধর্ষক শহিদুল প্রভাবশালী মামার ছত্রছায়ায় আত্মগোপনে করে আছে।
জানা যায়, উপজেলার দেওয়ানের খামার গ্রামের কামরুলের কন্যা ভুরুঙ্গামারী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনির ছাত্রী তার নানার বাড়ীতে বেড়াতে গেলে প্রতিবেশী একই গ্রামের আজগরের পুত্র শহিদুল (৩৮) তাঁকে কাঁঠাল পাতা পেড়ে দিতে ডেকে নিয়ে গত ১৭ জুলাই পাশবিক নির্যাতন চালায়। শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। নির্যাতনের ফলে অসুস্থ্য শিশুটিকে সুস্থ করতে লম্পট শহিদুলের আত্মীয় স্বজন প্রথমে হোমিও চিকিৎসা করায়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় শিশুটির পরিবার প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শরীরিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ শিশুটিকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ঘটনার ৪ দিন পরে মামলা রের্কড হয়।
মামলা নং-২১, তারিখ- ২০-০৭-১৭, জিআর নং ১৬৩/১৭।
এদিকে মামলা দায়েরের তিন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ধর্ষক শহিদুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে শিশুটির পরিবার সহ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জালাল উদ্দিন বলেন, আসামী এলাকাতে নেই, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিশুটির পিতা কামরুলের অভিযোগ, পুলিশকে কয়েক দফা আসামীর আত্মগোপনের তথ্য দেয়ার পরও পুলিশ রহস্যজনক কারনে তাকে আটক করছে না।