ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বলদিয়ার কৃতি সন্তান লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক টি,এম এ মমিন এর উদ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
শুক্রবার ফ্রিগডম ফাইটার্স মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থী ও বয়স্ক শীতার্ত মানুষের মাঝে দুই হাজার কম্বল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক টি,এম এ মমিন, বলদিয়া ইউ’পি চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউ’পি সদস্য প্রভাষক আব্দুর রাজ্জাক, সিদ্দিক আলী,আব্দুল বাতেন,লায়লা খাতুন, সহকারী প্রধান শিক্ষক শাহাদত হোসেন প্রমুখ।