ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আরডিআরএসের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও মধ্যে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শিল্পকলা একাডেমি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে নাগেশ্বরী, ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, দেশাত্ববোধক ও লোক সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় আরডিআরএস বাংলাদেশ এ আয়োজন করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী বিজয়ীদের মধ্যে পুরুস্কার প্রদান করেন। আরডিআরএস উপজেলা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।