ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সংঘবদ্ধ অটোরিক্সা চোর সিন্ডিকেটের মুলহোতা আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলা সুত্রে জানাগেছে ১৭ অক্টোবর উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রামের নজরুল ইসলামের পুত্র মাইদুল ইসলাম ভাড়ায় চালিত অটোরিক্সা একই গ্রামের মকবুল হোসেনের পুত্র হাবিবুর রহমানের বাড়ীতে চার্জ দেওয়ার জন্য রেখে যায়। পরের দিন এসে দেখে তার অটোরিক্সা চুরি হয়েছে। এদিকে পরের দিন সংঘবদ্ধ অটোরিক্সা চোরেরা ঐ বাড়ীর আশে পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মাইদুল ইসলাম বাদী হয়ে সংঘবদ্ধ অটোচোর চক্রের মুল হোতা দেওয়ানের খামার গ্রামের শহিদুল ইসলামের পুত্র রাজমিস্ত্রী আসাদুল ইসলাম(৪০),শিংঝাড় গ্রামের সোহরাব আলীর পুত্র হায়দার আলী(২৭)ও দেওয়ানের খামার গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র শিপন ইসলাম(২৮)সহ দলের আরও কয়েকজনের নামে ৪ নভেম্বর মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অটোচোর চক্রের সদস্য হায়দার আলী ও শিপন ইসলামকে গ্রেপ্তার করে জিজ্ঞাবাদ করে চোরাই অটোরিক্সা গোলজার হোসেনের গ্যারেজ থেকে উদ্ধার করে। এদিকে অটোরিক্সা চোর সিন্ডিকেটের মুলহোতা আসাদুল ইসলাম তার ২ সহযোগী গ্রেপ্তারের খবর পেয়ে গা ঢাকা দিয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপারীটারীতে তার শ্বশুড় মজিবর রহমানের বাড়িতে অবস্থান নেয়। এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ নভেম্বর রাতে সাপখাওয়া বাজার থেকে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।একটি সুত্র জানায় সংঘবদ্ধ অটোচোর সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন থেকে ভুরুঙ্গামারী,নাগেশ্বরী,কচাকাটা ও ফুলবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে অটোরিক্সা চুরি করে অটো রিক্সার গ্যারেজের মালিকদের সাথে আতাত করে বিক্রি করে আসছে। ইতিপুর্বে এই চক্রের গ্রেপ্তারকৃত শিপন ইসলামকে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী থানা পুলিশ যৌথ অভিযানে অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় রায়গঞ্জ ব্রীজের কাছে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসাদুল ইসলামের বিরুদ্ধে অটোরিক্সা চুরি,গরু চুরির মামলা আদালতে চলমান রয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় অপরাধ নির্মুলে অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।