ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃপ্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতন, মন্দির ও বসতবাড়ীতে হামলা, ভাংচুর-অগ্নিসংযোগকারীদের শাস্তি ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগষ্ট) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোট এর যৌথ উদ্যোগে ভুরুঙ্গামারী কেন্দ্রিয় ইন্দ্রপ্রসাব দেব মন্দির থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জামতলা মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দেব, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ, পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র সাহা। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী নিজাম ও ভুরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন।
সমাবেশে বক্তরা বলেন, গত ৫ আগষ্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বসতবাড়ীতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতংক বিরাজ করছে। আমরা এ নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *