ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে সনাতন স্বেবক সংঘের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া ৫১ টি অসহায়,হত দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করে। শুক্রবার দুপুরে আঙ্গারিয়া (বড় বারাইটারী)সার্বজনীন দেবোত্তর নারায়ণ চতুর্ভুজ মন্দির প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করেন সনাতন স্বেবক সংঘের আহবায়ক শ্রী সুশান্ত কুমার শান্ত,শ্রী আনন্দ চক্রবর্তী,শ্রী সন্তোষ কুমার রায়। সংগঠনের আহবায়ক জানান,সকল সদস্যরা এই করোনা ভাইরাসের মহামারীর সময়ে উপজেলার বিভিন্ন এলাকার চাষীদের বোরো মৌসুমে স্বল্পমুল্যে জমির ধান কেটে দিয়ে প্রাপ্ত অর্থদিয়ে এই উপহার সামগ্রী বিতরণ করেন। তারা আরও জানান,সংগঠনটি একটি ধর্মীয় সংগঠন হলেও সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ৫১টি হতদরিদ্র হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মাঝেই এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তারা ইতি মধ্যে অন্যের প্রায় বিশ বিঘা জমির ধান কেটে প্রায় ২০ হাজার টাকা উপার্জন করে ঐ টাকা দিয়ে প্রতিটি পরিবারে ৩ কেজি চাউল,২ কেজি আলু,মসুরডাল আধা কেজি,লবণ আধা কেজি,১টি হাতধোয়া সাবান প্রদান করেছেন। করোনা মহামারীর সময়ে তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবেনবলে জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আলহাজ মঈন উদ্দিন খোকন,শ্রী তাপস কর,লক্ষণ চন্দ্র দাস,সুকুমার বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *