ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে সনাতন হিন্দু ধর্মালম্বীদের একমাত্র সার্বজনীন শ্মশান ঘাট ও কালী মন্দিরের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মৌজায় শ্মশানঘাট ও কালী মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,সদর ইউপি চেয়ারম্যান এ,কে,এম মাহমুদুর রহমান রোজেন ও সদস্য সচিব বিশিষ্ট ঠিকাদার ওয়াহেদুজ্জামান সরকার। সার্বজনীন শ্মশানঘাট ও কালী মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্দ্রপ্রসাদ দেব মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার সাহা,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা শ্রী গোপাল চন্দ্র কর্মকার ,শ্রী নিতাই চন্দ্র সাহা। বক্তারা জানান,১৯৯০ সালে সনাতন ধর্মালম্বীদের শবদেহ সৎকারে একটি নির্ধারিত স্থান নির্ধারণ কল্পে ভুরুঙ্গামারীতে স্বগীয় জগৎ চন্দ্র সরকার,সতীশ চন্দ্র কর ও মধুসুদন সাহার ঐকান্তিক প্রচেষ্টায় আঙ্গারিয়া গ্রামে সার্বজনীন শ্মশান ঘাট ও কালী মন্দিরটি প্রতিষ্ঠা করে তখণ থেকে শবদাহ দাহ করে আসা হচ্ছে। বর্তমানে শ্মশান ঘাট ও কালী মন্দিরটির নামে সনাতন ধর্মের বিভিন্ন জনের নিকট থেকে দান ও চাঁদার টাকায় ২৫ শতাংশ জমি ক্রয় করা হলেও অর্থের অভাবে অবকাঠামো নির্মানের কাজ সম্ভব হয়নাই। বর্তমান সরকারের আমলে বিভিন্ন এলাকায় সরকারী অনুদানে শ্মশানঘাট ও কালী মন্দির নির্মান হচ্ছে। উপজেলার একমাত্র সার্বজনীন শ্মশানঘাট ও কালী মন্দির নির্মানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদানে সরকারের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে সনাতন হিন্দু ধর্মালম্বী প্রায় ৫ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *