আরমান আলী,ষ্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সিসিডিবি’র সহযোগিতায় ৭ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩০ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের বন্যা ও নদীভাঙ্গন কবলিত ৭শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০কেজি চাল, ২কেজি মুসুর ডাল, ১কেজি আয়োডিনযুক্ত লবণ, ১লিটার তেল ও ১০ প্যাকেট খাবার স্যালাইন প্রদান করা হয়। এ সময় সিসিডিবি ঢাকা অফিসের পক্ষে সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মিঃ মার্টিন হালদার, সমন্বয়কারী মিঃ সমীরণ বিশ্বাস এবং উপজেলা এরিয়া ম্যানেজার বাবুল করিম সহ একটি দল এই ত্রাণ কাজে অংশ নেয়। বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, অত্র ইউ’পি চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ।