এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক অঞ্চলে বসবাসকারী এতিম ও দুস্থ শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ডোনেট ফর ভুরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের আয়োজনে আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের অর্থায়নে শাহ ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকতা ময়দান আলী, ভুরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) গোলাম সরওয়ার রাঙ্গা, ডোনেট ফর ভুরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান আশিক, সাংবাদিক এ এস খোকন, মাইদুল ইসলাম মুকুল, আজিজুল হক প্রমুখ।
উল্লেখ্য ডোনেট ফর ভুরুঙ্গামারী যুব ফাউন্ডেশনটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সুবিধাবঞ্চিত মানুষের জন্য কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তারা করোনাকালীন সময়ে সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং করোনা বিস্তার রোধে বিভিন্ন সরকারী দপ্তরের সাথে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করেছে । এরই ধারাবাহিকতায় অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষগুলোকে অগ্রসর করাতে এ আয়োজন। সংগঠনটির সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে মাদ্রাসায় পড়ুয়া এতিম শিশুদের দাওয়াত প্রদানের মাধ্যমে উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, বাবুর হাট, বলদিয়া ইউনিয়নের সাধুমোড়, জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড়, সোনাহাট ইউনিয়নের চৌধুরীবাজার এলাকা থেকে প্রায় ৩০০ জন প্রান্তিক শিশু এবং মাদ্রাসাগুলোর দায়িত্বে থাকা শিক্ষকরা এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।