কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ভাঙা হাতের চিকিৎসার অর্থ যোগাতে মাস্ক বিক্রি করা সেই নুরনবীর ভাঙা হাতের প্লাস্টার বৃহস্পতিবার দুপুরে খোলা হয়েছে। ভাঙার ফলে হাতে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল তা শুকিয়ে গেছে।এবং সে সুস্থ আছে। প্লাস্টার খুলে দেয়ার পর তাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছেন ডা.ইকবাল হাসান। ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ইকবাল হাসান নুরনবীর ভাঙা হাতের প্লাস্টার করা থেকে শুরু করে প্লাস্টার খোলা পর্যন্ত নুরনবীর পাশে ছিলেন। নুরনবীর চিকিৎসার সুবিধার্থে প্রয়োজনীয় ওষুধপত্র যাতে বিনামূল্যে পেতে পারে সেজন্য ডা.ইকবাল হাসান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে পরামর্শক্রমে নুরনবীকে স্বাস্থ্য কমপ্লেক্সেয়ে ভর্তি করান। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ, মোহাম্মদ সায়েম ও ডা.ইকবাল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন নুরনবীর পরিবার। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরনবীকে ঈদ উপলক্ষে পোশাক কেনার জন্য নগত ১ হাজার টাকার উপহার তুলে দেন তার নানীর কাছে।বর্তমানে নুরনবী বাড়িতে আছে।
উল্লেখ্য কিছু দিন আগে বিভিন্ন পত্রিকাও অনলাইনে নুরনবীর ভাঙা হাতের চিকিৎসার অর্থ যোগাতে মাস্ক বিক্রি করার সংবাদ প্রকাশিত হয়।