ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে বিলুপ্ত ভারতীয় সাহেবগঞ্জ ছিটমহলের লোকজনের চলাচলের জন্য পাথরডুবির টেংরা ছড়ার উপর নির্মিত সেতুটির সংযোগ সড়ক না থাকায় ঐ এলাকার মানুষ চরম দূর্ভোগে পড়েছে।
অথচ ছিটমহল বিনিময়ের সময় বাংলাদেশের ভিতরে আসা ছিটমহল গুলোতে যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল।কিন্তুু দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারনে আজও ঐ ছিটমহলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নির্মিত সেতুটির সুফল ভোগ করতে পারেনি বিলুপ্ত সাহেবগঞ্জ ছিটমহলের অধিবাসীরা।
সংশ্লিষ্ট সূত্রের দাবী সেতুর দুপাশের জমি গুলো ব্যক্তি মালিকানাধীন হওয়ার ফলে মালিকরা জমি না দেয়ার কারনে সংযোগ সড়ক নির্মান করতে বিলম্ব হচ্ছে।
২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ -ভারত ছিটমহল বিনিময় চুক্তির পর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার মানচিত্রের সাথে যুক্ত হওয়া বিলুপ্ত ভারতীয় সাহেবগঞ্জ ছিটমহলবাসীর চলাচলের জন্য উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের টেংরা ছড়া নালার উপর সেতুটি নির্মাণ করে এলজিইডি। এই সেতুটির দক্ষিণেই অবস্হিত বিলুপ্ত ভারতীয় সাহেবগঞ্জ ছিটমহল।কিন্তু সেতুটি নির্মাণ করা হলে আজ অবধি সেতুর দুপাশে কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি।এতটাকা খরচ করে সেতু নির্মান করে সেতুর দুপাশের সংযোগ সড়ক নির্মাণ না করায় এ নিয়ে বিলুপ্ত ঐ ছিটমহল বাসির মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত সেতুটিতে চলাচলের জন্য সংযোগ সড়ক নির্মানের দাবী জানান।
ভুরুঙ্গামারী এলজিইডি অফিস জানিয়েছে, ২০১৬ সালের শেষের দিকে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৪ মিটার এবং প্রস্থ প্রায় ৬ মিটার।সেতুটি নির্মাণের প্রায় চার বছর অতিক্রান্ত হলেও সেতুটির দুপাশের সংযোগ সড়ক না থাকায় বিলুপ্ত ছিটমহলের লোকজনের কোনো কাজেই আসছেনা।
বর্তমানে সেতুটির দুপাশে দুটি সরু আইল দিয়ে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে বিলুপ্ত ঐ ছিটমহলের অধিবাসীদের।
সরেজমিনে খোঁজ নিতে গেলে স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস ও মমেনা বেগম জানান, “৪/৫ বছর ধরি টেংরা ছড়া নালার উপরত ছোট একনা পুল হইছে কিন্তুু আস্তা নাই পুলত চাংরা দিয়া উঠা নাগে বাহে। পুলের দুই পাহে আস্তা নাই সাইকল আর মানূষ কোন রহম কষ্ট করি যায়। আস্তা নাই পুল দিয়ে কি হইবে বাহে? ক্ষোভের সাথে জানান তারা। তারা আরো জানান, পুল বানারার মেলাদিন হইল এলাও সরকারের কাইও দেখপেরও আইসেনি”
বিলুপ্ত ছিটমহলের অধিবাসী সাইফুর রহমান অভিযোগ করেন, সরকারি উদ্যোগ এবং এলাকাবাসীর সাথে স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই দীর্ঘদিনেও সেতুর দুই পাশে চলাচলের উপযোগী সংযোগ সড়ক তৈরি করা হয়নি।
পাথর ডুবি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরফান আলী বলেন, আমি মাত্র কিছুদিন হল দায়িত্ব পেয়েছি খুব শীঘ্রই উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ছিটমহল বিনিময় কালে ঐ অঞ্চলের মানুষের চলাচলের সুবিধার জন্য এই সেতুটি নির্মাণ করা হয়। ঐ এলাকার লোকজন সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি না দেয়ার কারনে সেতুর দুই পাশে সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।শীঘ্রই এর সমাধান করা হবে বলে তিনি জানান।