ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে এসিআই মোটরসের ্উদ্যোগে সোনালীকা নেটওয়ার্ক পার্টনার্স ডে ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ট্রাক্টর ড্রাইভার কল্যাণ সমিতির অফিসে আয়োজিত সভায় চাষের মৌসুমের শুরুতে প্রস্তুত করে দেয়ার লক্ষে সোনালীকা ট্রাক্টর ফ্রি সার্ভিসিং,বুকিং ও স্পেয়ার পার্টসের উপর আকর্ষনীয় ডিস্কাউন্ট নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনালীকা নেটওয়ার্ক পার্টনারস ডে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসিআই মোটরসের জোনাল হেড বিজনেস ডিলার পলাশ শাহ, টেরিটরি ম্যানেজার মোঃ হামিদুর রহমান,মার্কেটিং অফিসার মোস্তাক হোসেন ও ডিলার মোঃ মশিয়ার রহমান রহমান, সমিতির সভাপতি মোঃ উজির আলী প্রমুখ। মতবিনিময় সভায় ভুরুঙ্গামারী উপজেলা ট্রাক্টর ড্রাইভার কল্যাণ সমিতির সদস্য,ট্রাক্টর গ্রাহক ও মেকানিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এসিআই মোটরসের পক্ষ থেকে সকলকে গেঞ্জি ও ক্যাপ উপহার প্রদান করা হয়।