ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা স্বেচ্ছা সেবকলীগের উদ্দোগে দশ ইউনিয়ন থেকে আগত সংগঠনটির নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা মরহুম শামছুল হক চৌধুরী অডিটোরিয়ামে মিলিত হন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ,বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন , মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওসমান গণি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা । পরে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল মাহমুদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,আমির ফয়সাল হ্যাভেন, আসাদুজ্জামান আসাদ, লাভলু মিয়া মিলন, শফিকুল ইসলাম প্রমুখ।