স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিমের ব্যক্তিগত তহবীল থেকে করোনায় কারনে কর্মহীন হত দরিদ্রের বাড়ি বাড়ি জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ তার ব্যক্তিগত তহবীল থেকে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের প্রায় শতাধিক হত দরিদ্র পরিবারে চাল,ডাল,তেল,আলু বিতরণ করেছেন। বাড়ি বাড়ি জরুরী খাদ্য সহায়তা পৌছে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সেলিম মাহমুদ জানান,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লোকজনকে সামাজিক দুরত্ব বজায় রাখতেই এভাবে বিতরণ করেছেন। এসময় ভুরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন।