ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে হিন্দু প্রেমিক যুগল আটক। সমঝোতা না হওয়ায় প্রেমিক যুগলকে পাঠানো হল শ্রী ঘরে ।
জানাগেছে ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানেরখামার গ্রামের দিলীপ সাহার কলেজ পড়ুয়া ছেলে শ্রী গনেশ সাহা(২২) এর সাথে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের প্রনব সাহার একমাত্র মেয়ে মুনমুন সাহা(২০)র সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং গোপন অভিসারে মিলিত হয়। একপর্যায়ে উভয়ে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে গত ২৯ মে প্রেমিক যুগল পালিয়ে যাওয়ার সময় ভুরুঙ্গামারী বাসষ্ট্যান্ডে মোটর শ্রমিকের লোকজন তাদের আটক করে। পরে একটি বাড়িতে আটক রেখে উভয়ের অভিভাবকদের ডেকে আনলে মেয়ে পক্ষ বিয়ের দাবী করে কিন্তু ছেলে পক্ষ মেয়ের ইতিপুর্বে অন্যত্র বিয়ে হয়েছিল কারন দেখিয়ে বিয়ে করাতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের সমঝোতা না হওয়ায় প্রেমিক যুগলকে থানা হেফাজতে দেয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচাজ শ্রী তাপস চন্দ্র পন্ডিত জানান প্রেমিক যুগল থানা হেফাজতে আছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *