রবিউল আলম লিটন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)থেকেঃ ভূরুঙ্গামারীতে ১১০০ পিচ ইয়াবাসহ দু’নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শায়লা খাতুন লতা (৩০) ও নাজমা আক্তার স্বর্ণা (২৭)। পুলিশ জানিয়েছে,আটককৃত শায়লা খাতুনের পিতার বাড়ি পাবনা জেলার নদীশুকা গ্রামের সঁাথিয়া উপজেলায়। ভূরুঙ্গামারীর মাদককারবারী বাবলু মন্ডলের সাথে তার বিয়ে হয়। নাজমা আক্তাররের বাড়ি বাগের হাটের মর্গা গ্রামে। শনিবার ভোরে ১১০০ পিচ ইয়াবা নিয়ে পাবনার উদ্দেশ্যে রওয়ানা হবার প্রস্তুতির সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে দেওয়ানের খামার গ্রামের স্বামীর বাড়ি থেকে তাদের আটক করে। উল্লেখ্য, এদের বিরুদ্ধে মাদক পাচারের দুটি মামলা বিচারাধীন রয়েছে এবং শায়লার স্বামী বাবলু মন্ডল মাদক মামলায় জেলে রয়েছে। অপরদিকে শুক্রবার দিবাগত রাতে বাবুর হাট বাজারে ইয়বাসহ মিলন মিয়া (২৯) নামে অপর এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ওসি ইমতিয়াজ কবির জানান, এব্যাপারে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।