ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় সাজা প্রাপ্ত এবং অপর ৬টি মামলায় ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মহসিন মিয়াকে আটক করে। মহসিন ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামের কামরুল ইসলামের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার দিক নির্দেশনায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার (চঃদাঃ)সুমন রেজার তত্ত্বাবধানে মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ২০১৩ সাল থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।