ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

পুলিশ জানায় জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশক্রমে গত বুধবার দুপুরে ভুরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪৪ পিছ ইয়াবা টেবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে উপজেলার দক্ষিণ তিলাই কমান্ডার মোড় (আনন্দবাজার) থেকে আটক করে।
আটককৃতরা চরভুরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা শিশববাড়ী গ্রামের মোঃ নাজমুল হক ওরফে নজরুল মাষ্টারের পুত্র মোঃ সোহেল রানা ওরফে বাবু এবং রংপুর কোতয়ালী থানার  পুর্বশালবন এলাকার হামিদুর রশীদের কন্যা মোছাঃ লাকী পারভীন(২৯)।

এসময় বাবুকে তল্লাসী করে ১৪৪ পিছ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায় দীর্ঘদিন থেকে উক্ত বাবু ও লাকী অভিনব কৌশলে ভারত থেকে ইয়াবা টেবলেটসহ বিভিন্ন মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

ওসি আলমগীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক আজ বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন