ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীতে ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশানার (রাজস্ব) আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) শওকত আলী ও কুড়িগ্রাম প্রসক্লাবের সাবেক সভাপতি সফিখান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষার্থীদের মধ্যে এসএম সাদিব ও পাপিয়া জাহান পলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, মুকুল চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও আল মাহমুদ এবং প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। আলোচনা শেষে ২০১৭ সালে অনুষ্ঠিত পিইসি ও জেএসসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *