ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
ভুরুঙ্গামারী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫.৪৫ ঘটিকায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের সোনাতলী নামক এলাকা থেকে ১৮ বোতল ফেন্সীডিলসহ মাদক ব্যবসায়ী লিটন আলী(৩৫)কে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত লিটন আলী সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের মৃত নুরুল হকে পুত্র।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পুর্বক সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। ভুরুঙ্গামারী থানা এলাকা মাদক মুক্ত করতে নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।