ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে চলতি মৌসুমে সরকারীভাবে ৪ হাজার ১৬ মেট্রিক টন চাল ক্রয় করবে জয়মনির হাট খাদ্য গুদাম। গতকাল বুধবার দুপুরে জয়মনিরহাট খাদ্য গুদামে চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম মাগফুরুল হাসান আব্বাসী। এসময় আওয়ামীলীগের উপজেলা সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার সরকার, ওসিএলএসডি গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু ও মিলাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ১৬৯ জন মিলারের মাধ্যমে ৪ হাজার ১৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। এরমধ্যে ১ হাজার ৭ টন আতব চাল ক্রয় করা হবে।