স্টাফ রিপোর্টারঃ
কাঁচা পাটের আঁশ ছাড়াতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৯ কৃষকের মাঝে আঁশকল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরডিআরএস বাংলাদেশ ভুরুঙ্গামারী কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাকটিক্যাল এ্যাকশনের কারিগরি সহায়তায় আরডিআরএসের বাস্তবায়নে যান্ত্রিক পদ্ধতিতে কৃষকদের কাঁচা পাটের আঁশ ছাড়ানো প্রশিক্ষণ শেষে এসব যন্ত্র বিতরণ করা হয়। সংশ্লিস্টরা জানান, বাজারে আঁশ কল যন্ত্রের দাম এক লাখ ৮০ হাজার টাকা। বিশ্ব বাজারের সাথে আমাদের দেশের পাটের গুনগত মান নিশ্চিত করতে এবং ব্যবহার বাড়াতে ২০হাজার টাকায় যন্ত্রগুরো বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম খারমার বাড়ির উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান সরকার, পিএবি রংপুরের রিজিওনাল ম্যানেজার নেহাল আজমাত মাহী,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *