ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারীতে মুরগীর বিষ্ঠা ফেলাকে কেন্দ্র করে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশী।
ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারী গ্রামে। ঘটনায় জানাগেছে একই গ্রামের আন্ধারীঝাড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বকিয়তুল্লাহর মুন্সীর সাথে তার প্রতিবেশী মৃত মোহাম্মদ আলীর পুত্র শাহিন আলম ওরফে সাদ্দাম হোসেন(৩২) এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসা অবস্থায় ৭ জুলাই রবিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় অন্যান্য দিনের মত বকিয়তুল্লাহর স্ত্রী সুফিয়া বেগম(৫৩) তার মুরগীর খামারের বিষ্ঠা ফেলতে নিজস্ব সুপারীর বাগানে ফেলতে গেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী মাহামুদা বেগম(২৫) তাদের বাড়ীতে মুরগীর বিষ্ঠার গন্ধ যায় মর্মে ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করায় বাকবিতন্ডার সৃষ্টি হয়। ।এ সময় বকিয়তুল্লাহর এগিয়ে গেলে শাহীন আলম ওরফে সাদ্দাম হোসেন,তার স্ত্রী মাহামুদা বেগমসহ ৭/৮ জন হাতে ধারালো বেকি,কুড়াল, বাশের লাঠি,কাঠের ধারালো বাকলা নিয়ে আকস্মিক ভাবে বকিয়তুল্লাহ ও তার স্ত্রী সুফিয়া বেগমের উপর হামলা করে। হামলার সময় শাহিন আলম ওরফে সাদ্দাম হোসেন পিছনদিক থেকে কাঠের বাকলা দিয়ে মাথায় এলোপাতাড়ি পিটিয়ে মাথায় মারাত্মক জখম ও রক্তক্ষরণে মাটিতে পরে গেলে অন্যান্য আসামীরাও মারপীট করতে থাকে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরনে সুফিয়াকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষনা করে। এদিকে ভুরুঙ্গামারী থানা পুলিশ খবর পাওয়া মাত্র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। ওসি রুহুল আমিন জানান লাশ মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।