Toilet-tilay-27.2
ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর তিলাই ইউপি চেয়ারম্যান কর্তৃক ধামেরহাট বাজারে পাবলিক টয়লেট নির্মানের টাকা আত্মসাত। নির্দ্ধারিত সময় পেরিয়ে গেলেও নতুন টয়লেট নির্মান না করায় বিপাকে প্রকল্প চেয়ারম্যান এবং পুরাতন টয়লেট ভেঙ্গে ফেলায় ব্যবসায়ীরা বিপাকে।
জানাগেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ২০১৫-১৬ অর্থ বছরে ৪০ দিনের কর্মসুচির ননওয়েজ খাত দ্বারা গৃহিত ধামেরহাট বাজারে পাবলিক টয়লেট স্থাপনের প্রকল্প দেখায় এবং প্রকল্প চেয়ারম্যান হিসাবে ৬ নং পশ্চিম ছাট গোপালপুর মৌজার ইউপি সদস্য আব্দুল বারেককে নামেমাত্র দায়িত্ব প্রদান করে প্রকল্পের টাকা আত্মসাত করার জন্য সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল জক শিকদারের আমলে নির্মিত পাবলিক টয়লেট ভেঙ্গে ফেলে । এদিকে কাজ না করেই প্রকল্প চেয়ারম্যান আব্দুল বারেকের নিকট থেকে প্রথম কিস্তির উত্তোলনকৃত ২২ হাজার ৫ শত টাকা কাজ করে দিবেন বলে কৌশলে হাতিয়ে নেয়। পাবলিক টয়লেট নির্মানের শেষ তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারী। সরেজমিনে গেলে উক্ত প্রকল্পের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। পুরাতন টয়লেট ভেঙ্গে ফেলায় বাজারের ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা জানান অনতিবিলম্বে পুরাতন পাবলিক টয়লেট পুননির্মান সহ নতুন পাবলিক টয়লেট নির্মানের দাবী জানান। এ ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল বারেককে প্রকল্পের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ইউপি চেয়ারম্যান প্রকল্পটি করে দেয়ার নাম করে প্রতারনা করে তার নিকট থেকে প্রথম কিস্তির টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা না দিলে তিনি কিভাবে কাজটি করবেন? উল্লেখ্য উক্ত চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনেক ভুয়া প্রকল্প দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও বাস্তবে সেগুলোর কোন অস্তিত্ব নেই । অনতি বিলম্বে সরেজমিন তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে বলে সুধীমহল মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *