ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীতে পিতার শাসনের ভয়ে গলায় ওড়না পেচিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামে। জানাগেছে জয়মনিরহাট হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রী ও
ঐ গ্রামের জাহাঙ্গীর হোসেনের কন্যা জীবন নাহার জুই(১৩)এর সাথে একই গ্রামের রাজেদুল ইসলামের পুত্র আশিকুর রহমান (১৬)এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এদিকে বিষয়টি অভিভাবকরা জানার পর জীবন নাহার জুইকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করলে সে বিয়ে করবে না মর্মে অভিভাবকদের জানিয়ে দেয়। জুই গত কাল বুধবার স্কুলে যাওয়ার কথা বললে তার পিতা স্কুল যেতে নিষেধ করে এবং বিচার না করা পর্যন্ত স্কুলে যাওয়া নিষেধ বলে জানায়।এদিকে জুইকে তার পিতা স্কুলে যেতে না দেয়ায় এবং শাসনের ভয়ে শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। জুইয়ের পিতা জাহাঙ্গীর আলম প্রেমের ঘটনা অস্বীকার করে বলেন মেয়ে কথা শুনে না বলে তাকে শাসন করতে চেয়েছিলাম মাত্র। এলাকাবাসীর অনেকে বলেন মেয়েটির চালচলন বেপরোয়া স্বভাবের ছিল। তবে কার সাথে প্রেম ছিল কিনা তারা জানেন না বলে জানান। ওসি ইমতিয়াজ কবীর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।