ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ ২৭.১০.২০২০
ভুরুঙ্গামারীর দুধকুমর নদে সরকারী নিয়ম উপেক্ষা করে বাঁশ দিয়ে খুটি ও গাছের ডাল দিয়ে কাটাল দিয়ে সামপ্্রতিক সময়ে চায়না ভাইর ও ফাস জালে বিরল প্রজাতির মাছ শিকার করার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রীজপাড় এলাকায় দীর্ঘদিন থেকে উম্মুক্ত জলাশয়ে মাছ শিকার করে প্রায় ৪০/৫০ টি মৎস্যজীবি পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। এদিকে পাইকেরছড়া গ্রামের উমেদ আলী মিস্ত্রীর পুত্র রিয়াজুল হক(৩২),মৃত আবদুল মজিদের পুত্র আতোয়ার হোসেন(৩৩),মৃত জয়নাল আবেদীনের পুত্র ছইফুল মিয়া(৩৭),মৃত মাইনুল্্যাহর পুত্র ইদ্রিস আলী(৪৫) ও সিদ্দিক আলী(৪০),মৃত হাছেন আলীর পুত্র আলমগীর হোসেন(৪৫) ও শামসুল হকের পুত্র মন্টু মিয়া(৩৫) সোনাহাট রেলসেতুর আশপাশের এলাকায় মাছ শিকার করতে নগদ টাকা অথবা মাছের ভাগ দাবী করে। অসহায় মৎস্যজীবিরা তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ তাদের জাল পুড়ে দেয়ার হুমকি প্রদর্শন করে। এদিকে চাঁদাদাবী কারীরা উম্মুক্ত জলাশয়ে মাছ শিকারী মৎস্যজীবিদের ঐ এলাকায় মাছ শিকারে বাঁধা দেয়ায় প্রায় ৫০টি পরিবার বর্তমানে তাদের ভয়ভীতির কারনে মাছ শিকার করতে না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। অপরদিকে চাঁদাদাবী কারী রিয়াজুল গং নিজেরাই উম্মুক্ত জলাশয়ে বাঁশের কুটি ও গাছের ডাল ফেলে কাটাল দিয়ে সাম্প্রতিক সময়ে চায়না ভাইর ও ফাঁস জাল দিয়ে প্রতিদিন দেশী ও বিরল প্রজাতির মাছ ও পোনা নিধন করছে। চাঁদা দাবীকারী রিয়াজুল গংদের কবল থেকে দুধকুমর নদের উম্মুক্ত জলাশয় মুক্ত করতে ঐ মৎস্যজীবি পরিবারগুলো প্রতিকার চেয়ে গত ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা মৎস্য অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৎস্য জীবি বাবলু মিয়া ও আবু সাঈদ জানান,চাঁদাবাজদের দাবী পুরন করতে না পারায় পাইকেরছড়া ইউনিয়নের প্রায় ৫০ টি পরিবার উম্মুক্ত জলাশয়ে মৎস্য শিকার করতে না পারায় মানবেতর জীবন যাপন করছে। অপরদিকে অভিযুক্ত সিদ্দিক ও ইদ্রিস আলী চায়না ভাইর দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করলেও চাঁদা দাবীর কথা অস্বীকার করেন। এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার(চঃদাঃ) শাহাদৎ আলীর নিকট জানতে চাইলে তিনি জানান,উম্মুক্ত জলাশয়ে বাঁশ ও গাছের ডাল দিয়ে কাটাল নির্মাণ সম্পুর্ণ নিষিদ্ধ এবং চায়না ভাইরের বিষয়টি জেনে আগামী কাল তিনি সরেজমিনে পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।