ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারে পহেলা বৈশাখের দিন রঙ দেয়ায় এক শিশুকে দোকানের খুটির সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় নির্দোষ ব্যক্তির নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে পাটেশ্বরী বাজারে এ মানববন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এখানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মতিয়ার রহমান, মহিলা ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম, সাজ্জাদুল হক, ফারুক হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পহেলা বৈশাখে তুচ্ছ ঘটনায় রঙ লাগিয়ে একটি পক্ষ নির্দোষ মঞ্জুরুল আলমের নামে মিথ্যা মামলা করেছে। এটি একটি চক্রের অপচেষ্টা। এ মামলা দ্রুত তুলে নেয়ার দাবী জানান তারা।
উল্লেখ্য পহেলা বৈশাখ শুক্রবার সকালে পাটেশ্বরী বাজারে রঙ ছিটাতে গেলে রেল লাইন এলাকার কাঠ মিস্ত্রি মফিজুলের ছেলে মাসুদকে ৫-৬ জন মিলে মঞ্জুরুল আলমের ডেকোরেটরের সামনে বেঁধে বেঁধে রাখে। পরে মঞ্জুরুল তাকে খুলে দেয়ার সময় ঐ চক্রটি মোবাইলে ছবি ধারন করে তার নিকট চাদা দাবী করে। চাদা না দেয়ায় তাকে নির্যাতনের অভিযোগ এনে তার পিতা ভুরুঙ্গামারী থানায় ডেকোরেটর ব্যবসায়ী মঞ্জুরুল আলম, ফরিদুল ইসলাম ও বংতা মিয়াকে আসামী করে মামলা দায়ের করে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের নিকট জানতে চাইলে তিনি জানান,ব্যবসায়ী মঞ্জুরুল আলমকে মিথ্যা মামলায় জড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে একটি চক্র। এই চক্রকে প্রতিহত করতে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে।