ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে তছিরন বেগম (৪৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তছিরন বেগম দক্ষিণ বাঁশজানী এলাকার চাঁন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চাঁন মিয়া ও তার ছেলে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। বৃষ্টির কারণে কাজ না পেয়ে তারা বাড়ি ফিরে এসে তছিরনকে রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা শিকার করে বলেন, তছিরন দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিল। হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে।
ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।