সোহেল রানা ভুরুঙ্গামারী প্রতিনিধি ঃ
২১ জুন (রবিবার) ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের শিশববারী গ্রামে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ উদ্ভদন করলেন ২৫ কুড়িগ্রাম ১ আসনের মাননীয় সংসদ ও বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মোঃ আসলাম হোসেন সওদাগর ।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়ন দেশের উত্তরের ভারত সিমান্তে অবস্থিত অবহেলিত একটি এলাকা এই এলাকার সাধারণ মানুষের কল্পনাতেও আসেনি এতো তারাতাড়ি বিদ্যুতের আলোয় আলোকিত হবে এই গ্রাম।
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ ° এই স্লোগান কে বাস্তবায়িত করে দীর্ঘদিনের প্রতিক্ষিত সপ্নের বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে আনন্দের জোয়ারে ভাসছেন এলাকাবাসী।
চর ভুরুঙ্গামারী বাসির পক্ষে মোঃ আজাহার আলী মাস্টার তার বক্তৃতায় জনাব আসলাম হোসেন সওদাগর কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন আপনার এই একান্ত প্রচেষ্টায় বিদ্যুতের লাইট জালিয়ে শুধু এই গ্রামকে আলোকিত করেননি আলোকিত করেছেন আমাদের প্রত্যেকের মন ও প্রান।
এ সময় উপস্থিত ছিলেন
মোঃ আসলাম হোসেন সওদাগর মাননীয় সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম ১ আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা এক্সচেঞ্জ মোঃ খাদেমুল ইসলাম ও ডিজিএম ইয়াকুব আলী এবং চর ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।