untitled-1
ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম থেকেঃ
ভুরুঙ্গামারীতে এক প্রতিবন্ধী ভিখারিনীর বসতবাড়ী থেকে উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
জানাগেছে,উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার (সাদু মোড়) গ্রামের প্রতিবন্ধী ভিখারিনী অমিছা পাগলী (৪০) ও তার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী আবু বক্কর কানা(৪৫) এবং তাদের একমাত্র পুত্র সোহেলরানা(৮)কে নিয়ে তারা প্রতিদিন ভিক্ষাবৃত্তি করে সংসার করে আসা অবস্থায় এলাকার কিছু সংখ্যক ভুমিদস্যুরা জমিটি কেনার চেষ্টা করে ব্যর্থ হলে তার দুর সম্পর্কের আত্মীয় সাদু মিঞা ও মনু মিঞাকে দিয়ে অমিছা পাগলীর ভাতা কার্ড করে দেয়ার কথা বলে কৌশলে টিপ নিয়ে দখলের চেষ্টা করলেও কয়েকদফা শালিস বিচারে তারা হেরে যায়। পরে তারা জমি দখল করতে না পেয়ে গোপনে নাম মাত্র মুল্যে এলাকার প্রভাশালী হিসাবে খ্যাত একই গ্রামের ডাঃ কোরবান আলীর পুত্র রফিকুল ইসলাম জুয়েল ও দক্ষিণ বলদিয়া গ্রামের মোজাম্মেল হক খানের পুত্র রেজাউল করিম রনীর কাছে বিক্রি করে। জমি বিক্রির পর জমি ক্রেতারা অমিছা পাগলীর বসতবাড়ী ভেঙ্গে দিতে আসলে বিষয়টি জানাজানির পর এলাকাবাসীরা এর তীব্র প্রতিবাদ জানালে বসতবাড়ী উচ্ছেদ করতে ব্যর্থ হয়। এদিকে ভুমিদস্যুরা কৌশলে অমিছা পাগলীকে বসতবাড়ী উচ্ছেদের ক্রমাগত চাপ প্রয়োগ করায় মানসিক চাপে গত ৩ অক্টোবর/২০১৬ তারিখে মারা যায়। তাকে ঐ জমিতে কবর দিতে গেলে তারা আবারও কবর দিতে বাঁধা প্রদান করে। এলাকাবাসী ভিখারিনীর লাশ নিয়ে পরে অন্যত্র দাফন করে এবং ভুমি দস্যুদের যেকোন মুল্যে প্রতিহত করা সহ বসত বাড়ী উচ্ছেদ বন্ধের দাবীতে গত মঙ্গলবার বিকাল ৫টায় এক মানববন্ধন করে। মানব বন্ধনে ভুমিদস্যুদের উৎখাত ও অমিছা পাগলীর বসতবাড়ী উচ্ছেদ বন্ধের দাবীতে বক্তব্য রাখেন বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার বি,এস,সি,সাদুমোড় বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম খোকন,রকিব উদ্দিন খান ফুল্টন ও হামিদুল ইসলাম। এই ভুমি দস্যুদের কবল থেকে ভিখারীনির বসতবাড়ী উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসক সহ উর্ধ্বত্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।মানববন্ধনে প্রায় ৫ শতাধিক সর্বস্তরের জনসাধারন অংশ গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *