ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাড়ী থেকে ভুরুঙ্গামারী যাওয়ার পথে পিছন দিক থেকে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর ১ জন নিহত ও একজন আহত হয়েছে।এলাকাবাসী জানায় ১৩ জানুয়ারী/২০২৪ সন্ধ্যা ৭.১৫ ঘটিকার সময় উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া লক্ষীমোড় গ্রামের আনিছুর রহমানের কিশোর পুত্র বিপুল মিয়া(১৫) ও একই গ্রামের সোবাহান আলীর পুত্র রাঙা মিয়া (১৮)মোটর সাইকেল যোগে বাড়ী থেকে ভুরুঙ্গামারী যাওয়ার পথে ঘুন্টিঘর নামক স্থানে পৌছার সময় সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক পিছন দিক থেকে মোটর সাইকেলে ধাক্কা দিলে বিপুল মিয়া ছিটকে ট্রাকের নিচে পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং রাঙা মিয়া মারাত্মক আহত হয়। এসময় পথচারী ও এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি আটক করে এবং আহত রাঙাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করায়। এ সময় ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান,খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।লাশ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে আনা হবে।