ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট জলাশয়ে বলদিয়া ইউনিয়ন মৎস্য জীবি সমবায় সমিতির তত্বাবধানে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
গতকাল শনিবার বিকাল ২ টার সময় সোনাহাট জলাশয়ে ৩৭ মন বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, উপজেলা মৎস্য অফিসার আব্দুর রহমান খান,বঙ্গসোনাহাট ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লাহ,সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ ব্যাপারী, সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মায়নুল ইসলাম লিটন ও জাতীয় পার্টির নেতা সাইফুর রহমান প্রমুখ। মৎস্য সমিতির সম্পাদক হরেকৃষ্ণ বিশ্বাস জানান সোনাহাট ও বলদিয়া ইউনিয়নের প্রায় ১৯০ একর জমি নিয়ে এই জলাশয়ে প্রতিবছর মৎস্য চাষ করে মৎস্যজীবিরা জীবিকা নির্বাহ করে আসছে।