ক্রাইম রিপোর্টার-কুড়িগ্রামঃ
ভুরুঙ্গামারীতে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক ভুয়া ছাত্র/ছাত্রীর তালিকা দেখিয়ে উপবৃত্তি,বই ও বিস্কুট উত্তোলন করার অভিযোগ প্রেরনের ২ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছে না শিক্ষা বিভাগ
জানাগেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১নং পরশুরামেরকুটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি স্থাপনের পর সরকার কর্তৃক পাঠদানের অনুমতি প্রাপ্তির পর থেকে উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক নওসাদ আলী সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে নিজ ইচ্ছামত মাদ্রাসাটির পরিচালনা করায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ভেঙ্গে পড়ে কোমলমতি শিশুরা শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। সরেজমিনে তদন্তে জানাগেছে মাদ্রাসাটির নিয়মিত ক্লাস হয় না এবং প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যেই পাঠদান সমাপ্ত করে এতে করে পড়াশোনার চরম ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয় মাদ্রাসায় ৪০/৫০ জন ছাত্র/ছাত্রী পড়াশোনা করলেও প্রধান শিক্ষকের কারসাজিতে ২৫০/৩০০ জন ছাত্র/ছাত্রীর উপবৃত্তির তালিকা করে সরকারী বই এবং বিস্কুট উত্তোলন করে প্রধান শিক্ষক নিজেই আত্মসাত করে আসছে। ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার বিষয়ে অভিভাবকরা শিক্ষকদের কিছু বলতে গেলে উক্ত প্রধান শিক্ষক দাম্ভিকতার সঙ্গে তাদের সঙ্গে অশালীন আচরণ করে বলেন সরকার আমাদের কোন বেতন ভাতা দেয়না তাই আমরা ঠিকমত ক্লাস নিতে পারিনা। কেউ কিছু বলে লাভ নেই । পরে এলাকার প্রায় অর্ধশতাধিক অভিভাবক উক্ত প্রধান শিক্ষক নওসাদ আলীর বিরুদ্ধে উপবৃত্তি,বিস্কুট ও বই বিক্রির অভিযোগে গত ৮ আগষ্ট/২০১৭ তারিখে উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারনে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহন করেন নাই। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতির্ময় সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি অফিসের বাইরে থাকায় অভিযোগের বিষয়টি স্মরন করতে পারছিনা। এলাকাবাসী অনতি বিলম্বে সরেজমিন তদন্ত করে ভুয়া ছাত্র/ছাত্রীদের নামে উপবৃত্তি,বিস্কুট ও বই প্রদান বন্ধ করে মাদ্রাসাটির শিক্ষাকার্যক্রম গতিশীল করতে শিক্ষামন্ত্রী সহ উর্ধ্বত্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Read more: http://www.kurigramlive.com/38170#ixzz4viIAATnC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *