ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
ভুরুঙ্গামারীতে সরকারীভাবে ধান,চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্রী অমুল্য কুমার সরকার, আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমুল্য কুমার সরকার সরবরাহকারী কৃষকদের উদ্দেশ্যে বলেন,ধান,চাল ও গমের গুনগতমান বজায় রেখে গুদামে খাদ্য সরবরাহ করতে হবে। যাতে করে এর সংরক্ষণে মান অক্ষুন্ন থাকে। কোন ভাবেই কারও প্ররোচনায় বা ক্ষমতার অপব্যবহারে গুদামে যেন খারাপ খাদ্য শস্য না রাখা হয়। এজন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরও জানান,এ বছরে উপজেলায় উৎপাদিত ধান প্রতিকেজি ২৪ টাকা দরে ৪৫০ মেট্রিক টন,গম প্রতি কেজি ২৮ টাকা দরে ১৬৭ মেট্রিক টন ও ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ ও ৩৫ টাকা দরে আতপ চাল ৪১৪০ মেট্রিক টন চাল ক্রয় করা হবে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগষ্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে।