কুড়িগ্রাম প্রতিনিধি: একাদশ জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া।নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী প্রথম ধাপে আগামি ১০ মার্চ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় আওয়ামিলীগ একক ভাবে দলীয় প্রার্থী ঘোষনা করলেও কেন্দ্রীয় সিদ্ধান্তের কারনে নীরব রয়েছেবিএনপি।
গত২৭জানুয়ারি ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামিলীগেরএক বর্ধিত সভায় এই একক প্রার্থী ঘোষনাকরা হয় । উপজেলা আওয়ামিলীগেরসভাপতি জনাব শাহজাহান সিরাজ এরসভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এইবর্ধিতসভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথীহিসেবে (নাগেশ্বরী- ভুরুঙ্গামারী) কুড়িগ্রাম-১আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাবমোঃ আছলাম হোসেন সওদাগর উপস্থিত থেকে এই একক প্রার্থী ঘোষনা করেন ।অনুষ্ঠিত বর্ধিতসভায় সর্বসম্মতিক্রমে উপজেলা চেয়ারম্যানপদে একক প্রার্থী হিসেবে বর্তমান উপজেলাচেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগেরসাধারণ সম্পাদক জনাব নুরুন্নবী চৌধুরীখোকন এর নাম ঘোষনা করা হয় । তিনিমহান মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক, সাবেকগভর্ণর আওয়ামিলীগের প্রয়াত নেতা বীরমুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরীর পুত্র ওবাংলাদেশ ছাত্রলীগ

এর কেন্দ্রীয় সংসদেরসভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনএর পিতা । আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একক প্রার্থীর নাম ঘোষনা করা হয়সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জালালমন্ডল কে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীঘোষনা করা হয় দুই বারের নির্বাচিত মহিলাভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন কে । গত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামিলীগ,বিএনপি ,জামাত ও জাতীয় পার্টি আলাদা ভাবে অংশ গ্রহন করলেও আসন্ন নির্বাচনে বিএনপি- জামাতের নীরবতা ও জাতীয় পার্টি এখনও একক প্রার্থী ঘোষনা না দেওয়ায় প্রচার প্রচারনায় এগিয়ে ও নির্বাচনী মাঠে সুবিধা জনক অবস্থানে রয়েছে আওয়ামিলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন