এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ভিত্তিপ্রস্থর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুন্নবী চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার এস.এইচ.এস মাগফুরুল হাসান আব্বাসী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নরেন্দ্র নাথ রায়, উপ-প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা, বাউশমারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছাবেদ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন, আঃ কুদ্দুছ, শহিদুল ইসলাম, মেসার্স জহুরুল হক দুলাল কনস্ট্রাকশনের জিএম ফরহাদ হোসেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত মাদ্রাসাসমুহের উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি ৯৬লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনটি নির্মিত হবে। মেসার্স জহুরুল হক দুলাল কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ভবনটির নির্মান কাজ করছেন।