ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভুরুঙ্গামারী সীমান্তে ভারতীয় বিএসএফের বাঁধার কারনে একটি রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে বিজিবি।
জানাগেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষে হেরিংবন্ড বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় স্থানীয় প্রকল্প বাস্তবায়ন অফিস উপজেলা সদর ইউনিয়নের বাগভান্ডার সীমান্তে কাটারপাড় হতে পূর্ব ভোটহাট সরকারী প্রাইমারী স্কুল পর্যন্ত ১৭৫৪ মিটার রাস্তার জন্য দরপত্র আহ্বান করে। যার ব্যয় ধরা হয়েছে ৬৬ লাখ ৬৪ হাজার ৮শত ৮টাকা। আকাশ ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলে ৯৬২ নং মেইন পিলার থেকে প্রায় ২৫০ মিটার রাস্তা নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভিতরে হওয়ায় ভারতের সাহেবগঞ্জ ক্যাম্পের বিএসএফ রাস্তা নির্মানে আপত্তি জানিয়ে বাগভান্ডার বিজিবিকে পত্রদিলে বিজিবি রাস্তা নির্মানের কাজ বন্ধ করে দেয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খন্দকার মোঃ ফিজানুর রহমান রাস্তা বন্ধের বিষটি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বিষয়টি শুনেছেন বলে জানান। তিনি এ ব্যাপারে লালমনির হাট বিজিবি’র ব্যাটালিয়ান কমান্ডারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। বাগভান্ডার কোম্পানী কমান্ডার ফোরকানুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করলে ক্যাম্প থেকে জানানো হয়েছে তিনি লালমরিহাটে রয়েছেন। অন্যকেউ কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *