কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অবৈধ ভুয়া প্রেসের নামে নির্বাচনী পোস্টার ছাপা বন্ধের দাবিতে কুড়িগ্রামে প্রেস মালিক সমিতির সংবাদ সম্মেলন”
নির্বাচন সংক্রান্ত পোস্টার, লিফলেটসহ অন্যান্য প্রচারণী সামগ্রী বৈধ ছাপাখানায় না ছাপিয়ে অবৈধ ভুয়া প্রেস, বিভিন্ন স্টুডিও, কম্পিউটারসহ স্ক্রিন প্রিন্টের দোকানে ছাপানো বন্ধ করার দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কুড়িগ্রাম প্রেস মালিক সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার রায় উত্তম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বর্ণমালা প্রিন্টিং প্রেসের শ্যামল ভৌমিক, শাহী প্রিন্টিং প্রেসের মাহফুজার রহমান, ইওর প্রেসের খাজা সাঈদ উদ্দিন আলী আহমেদ, শুভ প্রিন্টিং প্রেসের নুরুল ইসলাম, কাত্যায়নী প্রেসের আশীষ বকসী প্রমুখ। এছাড়া সংবাদ সম্মেলনে সকল প্রেস মালিকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় ডিক্লারেশনপ্রাপ্ত প্রেস ছাড়া যারা অবৈধভাবে নির্বাচনী পোস্টারসহ অন্যান্য প্রচার সামগ্রী ছাপার কাজ করছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান প্রেস মালিকরা।