মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
ভূমি সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে “নিম্ন আয়ের” দেশ থেকে “নিম্ন মধ্য আয়ের”দেশে উত্তরণকে স্বরনীয় করা এই স্লোগানে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাউল করিমের সভাপতিত্বে ভূমি সেবার মানোন্ন্য়ন ও সহজীকরণ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী মো: গোলাম রব্বানী।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, ভুমি অফিসের সার্ভেয়ার মো: সেলিম রেজা, উপজেলা আইটিসি কর্মকর্তা ওয়াহেদুল ইসলামসহ ভুমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা কমর্চারী উপস্থিত ছিলেন।