ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীকে আনন্দঘন পরিবেশে  বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এউপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূরুঙ্গামারীকে বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষণা করেন। এসময় কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,এএসপি শওকত আলী, ডাঃ আমিনুল ইসলাম,জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবিব নিলু ,আরডিআরএসের ফিল্ড ডিরেক্টর হুমায়ুন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের সহায়তায় উপজেলা প্রশাসন ,ভূরুঙ্গামারী এ অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এর আগে ভথরুঙ্গামারী পাইলট হাইস্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১২থশ গাছের চারা, তাদের রক্তের গ্রুপ নির্নয় ও ভূরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মিডডেমিল ও বাতিঘরের শুভ উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন