প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে একটি বাড়ি ভস্মীভূত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চর বারুইটারী গ্রামের আবুল হোসেনের বাড়িতে আগুন লাগে। এতে তার তিনটি ঘর পুড়ে যায়। স্থানীয়রা জানান, গোয়ালঘরে থাকা কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুনে তার ১৫ মণ গম ও ১২ মণ ধান পুড়ে যায় এবং গোয়ালে থাকা ৩টি গরু মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। এছাড়া বাড়িতে থাকা প্রায় নগদ ত্রিশ হাজার টাকা পুড়ে যায়। অগ্নিকান্ডে আবুল হোসেনের আনুমানিক ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।