ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার সংলগ্ন এলাকায় কবির ট্রেডার্স নামের তুলার গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে একটি টিনের ঘর, দু’টি মেশিন ও তুলা সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। গুদামের মালিক হুমায়ুন কবির জানান, আগুনে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। নাগেশ্বরী ফায়ায় সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমন মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।