ুভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে তরুণ প্রজন্মের সামাজিক সংস্কারমুলক সংগঠন অদম্য ৭১এর উদ্যোগে করোনা আতঙ্কে বিপাকে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
গত শুক্রবার থেকে অদম্য প্রজন্ম ৭১এর সভাপতি এসএম মনজুরুল কবির জিনিয়া এর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রায় সহস্রাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা ুহয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে চাল চার কেজি ,ডাল আধা কেজি ,তেল আধা লিটার ,আলু দুই কেজি ওএকটি সাবান। সেই সাথে সচেতনতা বাড়াতে দেওয়া হচ্ছে একটি করে মাস্ক।
এ বিষয়ে এসএম মনজুরুল কবির জিনিয়া বলেন, আমরা কয়েক জন বন্ধু মিলে এই দুর্যোগের সময়ে কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছি মানুষ মানুষের জন্য শ্লোগানটি বাস্তবায়নের মানষিকতায়। আমাদের এই উদ্যোগ চলমান। যতদিন এই অবস্থার পরিবর্তন না হচ্ছে ততদিন আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।
আমিনুর রহমান বাবু