স্টাফ রিপোর্টার, ভূরুঙ্গামারী ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক স্যানিটেশন বিষয়ক সরকারী পরিপত্র সম্পর্কে স্টেকহোল্ডারদের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সলিডারিটি রুরাল ওয়াস প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, প্রকল্প ব্যবস্থাপক আঃ আজিজ, সলিডারিটি এমও কামরুজ্জামান প্রমুখ।