ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গ্রামীণ ব্যাংকের এক সদস্যার সাথে ঐ ব্যাংকের এক মাঠ কর্মীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করেছে। শুক্রবার দিবাগত রাত নয়টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয় গ্রামের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখার মাঠ কর্মী একরামুল হক(৩৮) এর সঙ্গে কামাতআঙ্গারীয়া গ্রামের হাসান মিয়ার স্ত্রীকে অধিক ঋণ সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য, প্রেমিকা ও গ্রামীণ ব্যাংকের সদস্য মোসলেমা (২৮)র স্বামী হাছান আলী ঢাকায় রিকসা চালানোর কাজ করে। এই সুযোগে একরামুল হক প্রায়ই তার বাড়িতে গিয়ে অসামাজিক কার্যে লিপ্ত হত। ঘটনার দিন গত শুক্রবার দিবাগত রাতে একরামুল হক, হাসান মিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করলে পূর্ব থেকে ওৎপেতে থাকা এলাকাবাসি বাইরে থেকে দরোজার ছিটকানি দিয়ে তাদের আটকিয়ে রাখে। পরে ওই ওয়ার্ডের ইউপি মেম্বার আব্দুল লতিফকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ দিয়ে তাদের আটকিয়ে রাখেন্। এরিপোর্ট লেখা পর্যন্ত ইউনয়ন পরিষদে তারা আটক রয়েছে।